সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
ঘোষণা :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ
শিরোনাম :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ

সেই পিআইও’র মানহানির মামলায় আদালতে ৫ সাংবাদিকের হাজিরা, পরবর্তী শুনানি ২৪ এপ্রিল

সাপ্তাহিক দারিয়াপুর ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৯

Hits: 16

দুর্নীতি ফাঁসের ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের করা মানহানির দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ স্থানীয় পাঁচ সাংবাদিক। মামলা দুটির পরবর্তী শুনানির জন্য আগামি ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. রাজু আহম্মেদ এই দিন ধার্য করেন। আদালতে সাংবাদিকদের পক্ষে শুনানী করেন আইনজীবি মো. ফরহাদ হোসেন লিটু। বাদি পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। এসময় আদালতে বাদি নুরুন্নবী সরকার উপস্থিত ছিলেন।
এরআগে, সমন নোটিশ পেয়ে গত ১৯ জানুয়ারি রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সাংবাদিক পলাশসহ ৫ জন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিন বিচারক এফ এম আহসানুল হক মামলা দুটি বিচারের জন্য অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে বদলির আদেশ দেন।
হাজিরা দেয়া অপর চারজন হলেন, কালের কণ্ঠের সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন-উর-রশীদ, স্থানীয় সাংবাদিক আবু জায়েদ কারী (চাঁদনী বাজার), একেএম সামছুল হক (ভোরের দর্পণ) ও মানবাধিকারকর্মী মাহাবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবি মো. ফরহাদ হোসেন লিটু বলেন, আদালত বদলির কারণে আইন অনুযায়ী মামলার জামিনে থাকা বিবাদি পাঁচজন পুর্বশর্তে জামিন আবেদন করেন। শুনানিতে আদালত তাদের জামিন মঞ্জুর করে আগামি ২৪ এপ্রিল নতুন দিন ঠিক করেন। এদিনে মামলার চার্জগঠন শুনানির কথা রয়েছে। তবে শুনানিতে মিথ্যা এই মামলা থেকে সবাইকে অব্যহতির (ডিসচার্জ) আবেদন করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ অক্টোবর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলী আদালতে মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন পিআইও নুরুন্নবী সরকার। সুন্দরগঞ্জ উপজেলায় টানা ৫ বছরের চাকরিতে ঘুষ-দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা হয়। নুরুন্নবীর সরকারের দুর্নীতি কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে একাধিক সচিত্র প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে। এরপরই ১২ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে বিবাদি করে মানহানির মামলা করেন তিনি। আদালতের নির্দেশে তদন্ত শেষে ৭ জনকে অব্যহতি দিয়ে ৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই।
এদিকে, দুর্নীতির সংবাদ প্রচারের পর তদন্তে সত্যতা মেলায় গেল বছরে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলায় লঘুদন্ড হিসেবে বেতন স্থগিত ও স্থায়ীভাবে বেতন গ্রেড নিম্নতর (ডিমোশন) পদাবনতির আদেশ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। এছাড়া কর্তৃপক্ষের আদেশ অমান্য ও অসদাচরণের দায়ে তাকে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন