Hits: 6
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহম্পতিবার কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর পর্যালোচনা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি।
কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্পসারণ অফিসার (উদ্ভিদ) মো: আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক আজাদুল ইসলাম আজাদ, ধাপের হাট ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম মিন্টু, সিঙ্গারপাড়া বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, ধাপের হাট পুলিশ তদন্ত মো: সিরাজুল হক প্রমুখ।
কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। করোনা কালীন সময়ে কৃষককের পাশে থেকে প্রনোদনা দিয়েছে যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে।