Hits: 26
নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোনারপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি সাঘাটা উপজেলা কমিটি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বোনারপাড়া রিক্সাষ্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মন, উপজেলা কমিটির সদস্য নিবারণ চন্দ্র দেব নিপু, মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাল, ডাল, চিনি, গ্যাস, বিদ্যুৎসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সব রেকর্ড অতিক্রম করেছে এ সরকার। তারা বলেন, সরকার চলছে ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা। তারা ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর