Hits: 16
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমিউনিস্ট পার্টি শ্রমিক শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শ্রমিক নেতা আসোয়াদ আলী, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর আলম মাস্টার, শ্রমিক নেতা লিটন মিয়া, মধু মিয়া প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যেই মিহির ঘোষসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারা অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর