Hits: 1
শীতার্ত তৃণমুল পর্যায়ের জাতীয় পাটির নেতাকর্মীর মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে গত রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারওয়ার হোসেন শাহীন, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহ জাহান খান আবু, জেলা কমিটির অর্থ সম্পাদক রেজাউন্নবী রাজু, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুল ইসলাম নাদুয়া। পরে জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীতার্ত তৃণমুল পর্যায়ের জাতীয় পাটির নেতাকর্মীর মধ্যে ১০০০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর