Hits: 16
সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটককৃত বামপন্থী নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (৩১ জানুয়ারি) জেলা শহরে গানাসাস মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেছে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ।
সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা গোলাম সাদেক লেবু, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা নেতা মৃণাল কান্তি বর্মন, কৃষক শ্রমিক জনতালীগের জুয়েল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।
বক্তারা বলেন, বামপন্থী নেতৃবৃন্দের প্রতিবাদিকন্ঠ রোধ করতেই এই মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারা অবিলম্বে সিপিবি নেতা মিহির ঘোষ, ছাদেকুল ইসলামসহ অন্যান্য আটককৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।