Hits: 14
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল মাস্টারসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলায় আটক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, কাস্তে প্রতীকের প্রার্থী ও সিপিবি’র জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ পার্টির নেতা কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কোট চত্ত্বরের বাইরে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে মিহির ঘোষসহ নেতাকর্মীদের জেলা কারাগার থেকে কোর্টে আনার খবরে সেখানে শত শত নেতাকর্মী জড়ো হয়।
সকাল সাড়ে ১১টায় জামিন শুনানি শুরু হয়। কিছুক্ষণ শুনানি শেষে স্থগিত করেন আদালত।
পরে নেতা কর্মীরা কোর্ট চত্বর থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি বলেন, সম্পূর্ণ হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি অবিলম্বে মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।