Hits: 0
ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গাইবান্ধা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, মাসুদা আক্তার, কলি রানী বর্মন প্রমুখ।
বক্তারা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার গণতান্ত্রিক একই ধারার শিক্ষা চালু, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, শাবিপ্রবির ভিসির অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া, সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ, অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নির্মাণেরও দাবি জানান। সেইসাথে বক্তারা পাঠ্যপুস্তকে বড় মানুষদের জীবনী তুলে ধরা এবং শিক্ষার বাণিজ্যিরকীকরণ-বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।