Hits: 36
“স্বেচ্ছায় করি রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে “রুধির”-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় দারিয়াপুর কেইউ এম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৯নং খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাছুম হক্কানী, গাইবান্ধা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, জিয়াউর রহমান লিফটন, মাজেদুল হাসান প্লাবন, রাশেদ মোস্তফা সোহেল, শহিদুল ইসলাম, সাকিব, মানিক, ফরহাদ প্রমুখ।
পরে মোঃ শহিদুল ইসালামকে সভাপতি ও সোহাগ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।
উলেখ্য, আনোয়ার সাদাতের প্রচেষ্টায় ২০১৯ সালের ৮ মে “রুধির” সংগঠনটির কার্যক্রম শুরু হয়।