Hits: 21
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় উল্যাহ সোনাতলা হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন রেল শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। সিপিবি, সাঘাটা উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ, ফজলুর রহমান, প্রভাষক শাহ আলম, নিবারণ চন্দ্র দেব নিপু, মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ। শোকপ্রস্তাব উত্থাপন করেন কমরেড শাহ আলম, উপজেলা কমিটির সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন পূর্বতন কমিটির সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ। এসময় পার্টির দ্বাদশ কংগ্রেসের রাজনৈক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে সর্বসম্মতিক্রমে শ্রমিক নেতা ফজলুর রহমানকে সভাপতি ও যজ্ঞেশ্বর বর্মণকে সাধারণ সম্পাদক করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচন করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর