Hits: 58
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মধুসূদন সরকারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অবসর জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা হক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৯নং খোলাহাটী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাছুম হক্কানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, সহকারি প্রধান শিক্ষক রেজাউন্নবী সরকার, সিনিয়র সহকারি শিক্ষক সাইদুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।