Hits: 28
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে ভোটগ্রহন শেষে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে মামলা প্রত্যাহার চেয়ে গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, কাস্তে প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সিপিবি জেলা নেতা ছাদেকুল ইসলাম মাস্টারসহ পার্টির নেতাকর্মী এবং নিরীহ মানুষের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বুধবার (০৮ ডিসেম্বর) এসব কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটি। সকাল সাড়ে ১২টার দিকে ১ নম্বর রেলগেট এলাকা থেকে একটি মিছিল নিয়ে সিপিবি নেতাকর্মীরাসহ কয়েকশ’ মানুষ শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেয়। প্রায় ঘন্টাব্যাপী অবস্থান চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, মিতা হাসান, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জাহাঙ্গীর আলম, এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, গিদারী ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী জোরপূর্বক ভোট নিয়ে চেয়ারম্যান হয়েছেন। তার অপকর্ম আড়াল করতে আমাদের নেতাকর্মীদের নামে উদ্দেশ্যমূলক এবং হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি করে বলেন, নেতাকর্মীসহ নিরীহ মানুষকে মামলায় ফাঁসিয়ে হয়রানি বন্ধ করা না হলে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর