১৯৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতন দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর ২০২১ (সোমবার) গাইবান্ধায় আয়োজন করা হয় শোভাযাত্রা ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা। সাবেক ছাত্রনেতাদের গড়া ‘আমরা ৯০ এর যোদ্ধা’ নামে সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতেই গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বর থেকে সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

এসময় বক্তারা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভপ্রকাশ করে বলেন, স্বৈরাচার পতনের পর তিনদশক পেরিয়ে গেলেও সেদিন সর্বদলীয়ভাবে গ্রহণ করা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। এসময় বক্তব্য রাখেন প্রবীর রাজনৈতিক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বিএনপি নেতা শেখ সামাদ আজাদ, সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাবেক ছাত্রনেতা ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান, ওমর হাবীব রুবেল, আমিনুজ্জামান রিংকু, মোরশেদ হাবী সোহেল, মনজুর আলম মিঠু, আমরা ৯০ এর যোদ্ধার সদস্য সচিব বাপী দাস প্রমুখ।