Hits: 13
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাদা মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদা মিয়া বড় গোপালপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মহোদীপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকার একটি ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানানা, আজ সকালের দিকে ব্রিজ সংলগ্ন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।