Hits: 16
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বিছিন্ন কিছু ঘটনার মধ্যে ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে গণনা ও বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
রোববার দিবাগত রাত একটার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউনহলে দায়িত্বপ্রাপ্ত পৃথক তিনজন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীনুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ০২টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ০২টিতে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও ০২টিতে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৬ ইউনিয়নে ৬০টি কেন্দ্রের মধ্যে মহদিপুর ইউনিয়নের ১২টি কেন্দ্রে ভোটগ্রহন হয়েছে ইভিএমে। বিভিন্ন সূত্র ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু (লাঙ্গল) ৩ হাজার ৯৩২ ভোট, মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম মন্ডল (নৌকা) ৬ হাজার ৬৪ ভোট, বেতকাপা ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তা (লাঙ্গল) ৫ হাজার ৩০৯ ভোট, পবনাপুর ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান মন্ডল (মোটরসাইকেল) ৩ হাজার ৪৬১ ভোট, মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল ওহাব প্রধান রিপন (নৌকা) ৬ হাজার ৬২ ভোট, হরিনাথপুর ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী মো. কবির হোসাইন জাহাঙ্গীর (ঘোড়া) ৩ হাজার ৬৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।