Hits: 54
গাইবান্ধায় বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সম্মেলন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিপিবি জেলা কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা সভাপতি প্রতিভা সরকার ববি’র সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আহসান হাবীব প্লাবন, আহবায়ক রানু সরকার, আব্দুর রশিদ, আপন কুমার বর্মন, মিজান প্রমুখ।
সম্মেলনে আহসান হাবীব প্লাবনকে সভাপতি, রানু সরকারকে সাধারণ সম্পাদক এবং সঞ্জয় মহন্তকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।