Hits: 71
গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মঞ্চের নেতৃবৃন্দ।
রবিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় গানাসাস কক্ষে মঞ্চের সমন্বয়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজউর রহমান রাফেল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এ্যাড. নওশাদুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র মৃণাল কান্তি বর্মণ, বাসদের সুকুমার মোদক, ওয়ার্কার্স পার্টির মাসুদুর রহমান মাসুদ, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, হাসান হত্যাকান্ডের ৭ মাস অতিবাহিত হলেও এখনো চার্জশীট দেয়া হয় নাই। তারা আশংকা করেন মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। সেইসাথে চাঞ্চল্যকর এই হত্যা মামলার ন্যায় বিচারের স্বার্থে গত ৭ নভেম্বর মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম বাদী হয়ে আদালতে যে মামলা দায়ের করেছেন সে বিষয়েও আলোচনা হয় এবং মামলা দায়েরে সহযোগিতা করায় জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আহসানুল করিম লাচু, এ্যাডভোকেট নওশাদুজ্জামান, এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, এ্যাডভোকেট কাশেম, এ্যাডভোকেট নাজমুল হোসেন, এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতনসহ সকল আইনজীবির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর