২৫ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলে ৫ থেকে ১১ বছর পর্যন্ত শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মেহেরুন মুন্নী। এ সময় ভরা পেটে আসা শিক্ষার্থীদেরকে একটি করে ট্যাবলেট খাওয়ানো হয়। আর যারা খেয়ে আসেনি তাদেরকে আগামীকাল ভরা পেটে ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুমন কুমার বর্মন, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, লাকী আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।