Hits: 19
সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমিতির উদ্যোগে শনিবার গাইবান্ধা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমিতির গাইবান্ধা জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোক্তাদের খন্দকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, মোহসিন আলী, বশীরুল ইসলাম, টিআইএম রফিকুল আলম, জহুরুল আলম গনি, ইউনুছ আলী সরকার, প্রণব কুমার সরকার, স্বপন কুমার সরকার, মজদার হোসেন, খাইরুল ইমলাম, আব্দুল মান্নাফ সরকার, জাহিদুল ইসলাম, কান্তি ভূষণ, আকতার হোসেন, মোফাজ্জল হোসেন, আতাউর রহমান প্রমুখ।
শেষে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমানের পক্ষ থেকে অসুস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।