Hits: 19
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী সাইফুল ইসলামের নাম পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ খোকার নামে মনোনয়ন প্রদানের দাবিতে সোমবার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ চৈতন্য বাজারে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসুচি পালন করা হয়।
তারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন তারাপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আউলিয়া, শিক্ষক নাজমুল মন্ডল, ইউনিয়ন যুবলীগ সভাপতি আজমুল হাসান পলাশ, সাধারন সম্পাদক সোহেল রানা, ওয়ার্ড সভাপতি সুজন মিয়া, আ’লীগ নেতা মাহালম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আ’মীলীগের রাজনীতিতে সাইফুল ইসলামকে কখনো দেখা যায়নি। হঠাৎ করে কিভাবে সে নৌকা মার্কার দলীয় মনোনয়ন পায়। তারা বলেন, সাইফুল ইসলামের বাবা পিস কমিটির সভাপতি ছিলেন। তাছাড়া তার এক ভাই এখনও জামায়াতের রোকন হিসেবে কাজ করছে। বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্যগণের নিকট সাইফুল ইসলামের নাম পরিবর্তন করে আওয়ামীলীগের কান্ডারী ও দুর্দিনের নেতা তারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং সাবেক সফল চেয়ারম্যান আব্দুস সামাদ খোকার নামে দলীয় মনোনয়ন প্রদানের জোর দাবী জানান। নেতাকর্মীরা আরও বলেন, নৌকা মার্কার প্রার্থীর নাম পরিবর্তন না হলে তারা নৌকার পক্ষে মাঠে কাজ করবেন না।