Hits: 5
গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারীর যাবজ্জীবন ও রুবেল মিয়ার নামে এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের এপ্রিল মাসে পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর রোববার এই রায় দেন বিচারক।