Hits: 18
কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক বর্বরতার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক ও আইনগত নিরাপত্তার দাবিতে গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীরা গণ সমাবেশ, রাস্তা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা উপজেলার কাটামোড় এলাকায় এসব কর্মসূচি পালন করে। অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আদিবাসী নেতা ফিলিমন বাস্কের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বক্তব্য দেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর করীর তনু, এনজিও জনউদ্যোগ গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা জেলা সদর শাখার আহবায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবি অ্যাডভোকেট মো. আলী, মানবাধিকার কর্মী সহিদা আক্তার, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির উপদেষ্টা হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রিসিলা মুরমু, ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য ময়নুল ইসলাম থমাস হেমব্রম প্রমুখ।
বক্তারা গোবিন্দগঞ্জের সাঁওতালদের জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করে তাদেরকে সুরক্ষা দেয়া এবং তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের পাশাপাশি তিন সাঁওতাল হত্যা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও জমি ফেরত সহ সাতদফা দাবী বাস্তবায়নের আহবান জানান।
বক্তারা আরও বলেন, সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা সাম্প্রদায়িক দুর্বৃত্ত ও বর্বরদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।