Hits: 7
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলন কান্তি, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, রিপন বর্মণ, অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, জাকারিয়া হাসান সুমন, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্রামণবাড়িসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং তাদের উপর হামলা হচ্ছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। এক্ষেত্রে প্রশাসন ভালোভাবে ভুমিকা নিতে পারেনি এটা মেনে নেয়া যায় না। বক্তারা দাবি করে বলেন, কঠোরভাবে এই মৌলবাদী তৎপরতা বন্ধ করতে হবে এবং যারা এই অপতৎরতায় লিপ্ত তাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যদিকে সারাদেশে ভোজ্য তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি চলতে তা বন্ধ করতে হবে এবং জিনিসপত্রের মূল্য কমানোরও দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।