Hits: 23
হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২অক্টোবর) সকাল ১০টায় জেলা সিপিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রণব চৌধুরী খোকন, জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা মৃণাল কান্তি বর্মণ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, মানবাধিকার আন্দোলনের নেতা প্রবীর চক্রবর্ত্তী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের শামীম আরা মিনা, বাসদ মার্কসবাদী’র পরমানন্দ প্রমুখ।
সভার শুরুতে ভারপ্রাপ্ত সমন্বয়ক দায়িত্ব হস্তান্তর করেন। বক্তারা, বর্তমান পরিস্থিতিতে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের করণীয় বিষয়ে মতামত দেন। সেই সাথে পূর্বের সিদ্ধান্ত মতে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ন্যায় বিচারের স্বার্থে মঞ্চের পক্ষ থেকে একটি মামলা দায়ের বিষয়ে সকলে একমত পোষণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দ আইনজীবির সাথে পরামর্শক্রমে মামলার পেপারস প্রস্তুত করবেন।
উল্লেখ্য, গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে দুর্বৃত্ত মাসুদ রানা ও তার সহযোগিরা। গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ীতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সেই সাথে হাসান আলীকে মাসুদ রানার বাড়িতে ২৬ দিন আটকে রাখা হয়। এরমধ্যে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং আবারও মাসুদ রানার হাতে তুলে দেয়। এই হত্যাকান্ডের বিচারের দাবিতে গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ গঠিত হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর