Hits: 7
গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নের কাস্তে প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় দক্ষিণ গিদারীতে প্রার্থী ছাদেকুল মাস্টারের বাড়ীর উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান, ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর মন্ডল, প্রভাষক আসাদুজ্জামান পলাশ, প্রভাষক জিয়াউর রহমান লিফটন, ৯নং ওয়ার্ডের রানা মিয়া, ৬নং ওয়ার্ডের মিঠুল মিয়াসহ স্থানীয় বাসিন্দাগণ।
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর