Hits: 36
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: হারেছ মিয়ার নির্বাচনী মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নিজ বাড়ির সন্নিকটে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে।
মতবিনিময় সভায় আলহাজ্ব তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেম্বার প্রার্থী মো: হারেছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামিল উদ্দিন, কোরবান আলী বিডিআর, মো: মুংলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এড. রুহুল আমিন। দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।