Hits: 26
সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড (EPZ) বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টা গাইবান্ধা জেলার ঢোলভাঙ্গায় গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জননেতা কমরেড মিহির ঘোষ, জাসদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোলাম
মারুফ মনা, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চ, গাইবান্ধার সদস্য সচিব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু , গাইবান্ধা ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) ’র জেলা নেতা মৃণাল কান্তি বর্মণ, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, পলাশবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সুজন, আওয়ামীলীগ নেতা পলাশ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার মানুষের মতামত নিয়ে ভূতপূর্ব ডিসি ড. আনোয়ারুল হক ইপিজেডের জন্য সাঁকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের প্রস্তাবনা পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবনাকে গোপন করে আদিবাসী সাঁওতালদের দাবিকৃত তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র করা হচ্ছে যা গাইবান্ধা বেশির ভাগ এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করেন এবং সবার কাছে গ্রহণযোগ্য গাইবান্ধা পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার সাঁকোয়া ব্রীজ এলাকার এক ফসলি জমিতে স্থাপন করার দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর