রবিবার, ২৮ মে ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ
শিরোনাম :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ

ফুলছড়িতে উন্নয়নের মহাপরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে সরকারি প্রকল্প

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০৩

Hits: 14

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গ্রামীন অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে টাকা (কাবিটা)  প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার ও টি আর প্রকল্পের কবরস্থানে মাটি ভরাট সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায় ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে ৪শত এর উপরে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া কিছু কাজ চলমান রয়েছে।
জানা গেছে, উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দক্ষিণ খাটিয়ামারি মৌজার বক্করের বাড়ি সংলগ্ন কবরস্থানে মাটি ভরাটের জন্য সরকারিভাবে বরাদ্দ ১ লক্ষ ৩৪ হাজার টাকা দেয়া হয়। কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ নবাব আলী আকন্দ এবং কবরস্থান সংলগ্ন মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন কবরস্থানের জায়গাটি অনেক গভীর হওয়ায় উক্ত বরাদ্দকৃত টাকা দ্বারা সম্পন্ন না হওয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ  আবু হানিফ প্রামানিক ও স্থানীয় জনগণের আর্থিক সহায়তা দিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে কবরস্থানটি মাটি ভরাট করণের কাজ সম্পন্ন করা হয় বলে জানান। বাকীর বাড়ি হইতে মোসলেমের বাড়ি পর্যন্ত ৪০০ মিটার রাস্তা পুনঃনির্মাণে ৪ লক্ষ ২১  হাজার ৮৭৩ টাকা বরাদ্দ দেয়া হয় এবং কাজটি নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয় বলে এলাকাবাসী জানান। স্থানীয় তরিকুল ইসলাম ও দুদু মিয়া বলেন রাস্তাটি সংস্কারের ফলে একালাবাসীর যাতায়াতের কষ্ট লাঘব হয়েছে এবং চেয়ারম্যানের এমন উদ্দ্যোগকে তারা সাধুবাদ জানায়। মোসলেমের বাড়ি হইতে ছুরমানের বাড়ি পর্যন্ত ১২৫ মিটার বেড়িবাঁধের কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে ফজলুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন বেড়িবাঁধের জায়গাটি  ১৪ ফুটের বেশি গভীর নালা ছিল। চেয়ারম্যানের উদ্দ্যোগে নিচু নালাটি ভরাট করে বেড়িবাঁধ তৈরি করে এই এলাকায় ১ হাজার ভুক্তভোগী পরিবার উপকৃত হয়েছে। উক্ত পথ দিয়ে পূর্বে হেঁটে যাওয়া যেতো না। বেড়িবাঁধ তৈরির ফলে ঘোড়ার গাড়ীসহ পাশ্ববর্তী ইউনিয়নের জনগণের যাতায়াতের পথ প্রশস্ত হয়েছে। যা ফজলুপুর ইউনিয়নবাসী স্বরণ রাখবে। এছাড়াও উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কঞ্চিপাড়া, উদাখালী, গজারীয়া, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৭৫টি ২য় পর্যায়ে ৩৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক বলেন কবরস্থান ভরাট প্রকল্প রাস্তা পুনঃনির্মাণ বেড়িবাঁধ তৈরি ও আইপিএস বরাদ্দ বাবদ প্রদত্ত টাকা এবং অন্যান্য প্রকল্পগুলি সরকারি নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরো বলেন  এই ইউনিয়নে এল,জি,এসপি কর্তৃক বরাদ্দকৃত একটি নৌকা দেয়া হয়েছে। নৌকাটির দৈনন্দিন খরচ তিনি বহন করেন। সরকার গৃহীত উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান বলেন কাবিটা টিআর এবং অন্যান্য প্রকল্পে যে সকল কর্মকান্ড রয়েছে এগুলো পরিপত্র মোতাবেক এবং সরকারি নির্দেশনা মোতাবেক সম্পন্ন হয়েছে। প্রথমে আমরা প্রত্যেকটি প্রকল্প পরিদর্শন করেছি। কোন অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। নিয়মতান্ত্রিকভাবে কাজগুলি সম্পন্ন করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন