Hits: 10
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, দারিয়াপুর শাখা, গাইবান্ধার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা করবো জয় একদিন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪অক্টোবর) সন্ধ্যা ৭টায় উদীচী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উদীচী, দারিয়াপুর শাখার শিশু শিক্ষার্থীরা পরিবেশন করে গান ও আবৃত্তি। সংগীত আবৃত্তিতে অংশগ্রহণ করে শিশু শিল্পী শিলামনি, দীক্ষা, মায়িশা, নাবিলা, পূজা, মৃত্তিকা, সাবাহ, মেঘলা, ত্রিপন, আলভী, হাবিবা, তরী, সারাহ, দিপান্বিতা, পৌলবী। বাদ্যযন্ত্রে ছিলেন শিশু যন্ত্রশিল্পী হীরা, জয় সরকার, খুশবু, ধ্রুব, জয় বর্মন,পৃথিবী।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর