Hits: 23
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ২নং ইউনিয়ন হোসেনপুরের মেরিরহাট মডেল কলেজের প্রাঙ্গণে এক বিরাট কৃষক- ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে সারা দিনব্যাপী এ সমাবেশ ও অনুষ্ঠিত হয়। সাথে চলে গণসংগীত পরিবেশনা।
ক্ষেতমজুর নেতা ইব্রাহীম শেখের সভাপতিত্বে কৃষক, ক্ষেতমজুর, ভূমিহীনদের সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির গাইবান্ধা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, কৃষক নেতা আবদুল মজিদ, ক্ষেতমজুর নেতা হামিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। সঞ্চালনা করেন রিয়াদুল হক সাজু মাষ্টার। সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করেন আব্দুল কাফি বয়াতী।
বক্তারা বলেন, দেশের কৃষক ক্ষেতমজুরা বারবার প্রতারিত হয়ে আসছে। দেশের সরকার তো তাদের জন্য কিছুই করছে না, উপরন্তু যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা তাদের সাথে প্রতারণা করেছে। তারা আরও বলেন, আগামী দিনে কৃষক-ক্ষেতমজুরদের তাদের নিজের প্রতিনিধি নির্বাচিত করতে হবে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর