Hits: 5
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, প্রয়াত সদস্যদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি প্রফেসর মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন, প্রফেসর মো. আহসান হাবীব, মো. খায়রুজ্জামান, মো. মহফিল হোসেন, মো. ওয়াসিফ আলী, আনিসুল হক দুলু, এসএম মুনসুর আলী, মোছা. নাজমা আখতার শিল্পী প্রমুখ। শেষে প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর