গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনির পটল এলাকার যমুনা নদীর তীরে প্রতিবছরের ন্যায় দু’দিনব্যাপী নবম বর্ষ নৌকা বাইচ বৃস্পতিবার শেষ হয়। বুধবার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।
নৌকা বাইচ পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সাখাওয়াাত হোসেন, সোলার জোন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. বেলাল হোসেন, সাংবাদিক আবু তাহের, জয়নাল আবেদীন, জাকির হোসেন প্রমুখ। উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ২০টি নৌকা অংশগ্রহণ করে। এই নৌকা বাইচ দেখার জন্য যমুনা নদীর তীরে এবং নদীতে অসংখ্য শ্যালো নৌকা নিয়ে প্রায় ৪০ হাজার উৎসুক জনতা ভীড় জমায়।
শেষে অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে একটি মটর সাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বিজয়ীকে একটি এলইডি কালার টিভি প্রদান করা হয়।