Hits: 11
ব্রীজ রোড এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌর ফিডারে দেয়ার দাবিতে বৃহস্পতিবার জেলা শহরের ব্রীজ রোডে বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মোস্তাক আহমেদ রঞ্জুর আহবানে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদ নেতা এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোস্তাক আহমেদ রঞ্জু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির স্বপন, বিশিষ্ট ব্যবসায়ি আরিফ মিয়া রিজু, প্রবাহ ক্লাবের সাধারণ সম্পাদক আলী কায়সার বাবু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, ব্যবসায়ি নজরুল হক, শামসুজ্জোহা মিলন, বাসদ নেতা গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, গোটা পৌর এলাকায় যখন বিদ্যুৎ থাকে, তখন ব্রীজ রোডের এই এলাকায় অন্ধকারে নিমজ্জিত হয়। বিশেষত প্রতিদিন রাতে আধা ঘন্টা বিদ্যুৎ থাকলেও এক ঘন্টা অন্ধকারে থাকে। দীর্ঘদিন যাবত স্থানীয় জনগণ এই ভোগান্তির শিকার হলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ বহুবার অনুরোধ সাপেক্ষেও বিষয়টি সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমরা জানতে পেরেছি ওই এলাকার বিদ্যুৎ সংযোগটি ল²ীপুর ফিডারের সাথে সংযুক্ত থাকায় প্রায়ই লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে জনগণ বিশেষত শিশু, স্কুল ছাত্রছাত্রীরা যথেচ্ছা ভোগান্তির শিকার হয়।
বক্তারা পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্রীজ রোডের ওই উপদ্রæত এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত থাকা সত্তে¡ও বিদ্যুতের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণের শিকার। তারা অনতি বিলম্বে উক্ত এলাকায় ল²ীপুর ফিডারের সংযোগ থেকে পৌর ফিডারে স্থানান্তরের জন্য মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, এই দীর্ঘ মেয়াদী সমস্যাটি বিদ্যুৎ কর্তৃপক্ষ অনেক আগেই সমাধান করতে পারতেন। কিন্তু তাদের গাফিলতির কারণেই ব্রীজ রোডবাসি চরম ভোগান্তির শিকার হয়েছে। তারা দ্রæততার সাথে ওই এলাকার সংযোগটি ল²ীপুর ফিডার থেকে স্থানান্তর করে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহবান জানান। অন্যথায় এলাকাবাসি বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে।