Hits: 33
গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া নতুন বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ এবং সরকারি বিধি মোতাবেক তাদেরকে লীজ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নতুন বন্দর বাজারে সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সুমন মিয়া, সামিউল ইসলাম, আমিনুল, মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই ক্ষুদ্র ব্যবসার উপরে যাদের সংসার জীবন-জীবিকা চলে তাদের উচ্ছেদ করে প্রভাবশালীদের লীজ দেয়ার ষড়যন্ত্র কোনভাবে এলাকার মানুষ কখনোই মেনে নেবে না। তারা অবিলম্বে সরকারি বিধিমোতাবেক ক্ষুদ্র ব্যবসায়ীদের নামে লীজ দেয়ার দাবি করেন।
উল্লেখ্য সদর উপজেলার বারবলদিয়া নতুন বন্দর বাজারে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে বংশ পরম্পরায় ব্যবসা করে আসছে। তারা এজন্য ইজারাদারকে নিয়মিত টোলও প্রদান করছে। উক্ত জায়গা খাস হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। এসব ব্যবসায়ী জীবিকা নির্বাহের একমাত্র উপায় হওয়ায় তারা ২০১৪ইং সালে সরকারি বিধি মোতাবেক লিজ গ্রহণের জন্য আবেদন করেছেন। কিন্তু আবেদন করার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদেরকে লিজ প্রদান করা হচ্ছে না। সম্প্রতি আবারও তাদেরকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীগণ আশংকা করছে তাদেরকে উচ্ছেদ করে কিছু প্রভাবশালী মহল লীজ নেয়ার ষড়যন্ত্র করছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর