Hits: 148
গাইবান্ধা সদর উপজেলায় ভবেন চন্দ্র নামে এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৪টি গাভী ও হাঁস-মুরগি পুড়ে গেছে। এতে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে তা জানা যায়নি।
এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের বাসিন্দা ভবেন চন্দ্র মোদকের গোয়াল ঘরে আগুন লাগে। মহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও গোয়ালে থাকা ৪টি গাভী ও হাঁস-মুরগী পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
গোয়ালঘর মালিকের দাবি দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পাশ্ববর্তী ব্যক্তিদের সাথে বিরোধ চলে আসছে। শত্রুতা করে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ। তিনি বলেন, এটি খুব দু:খ জনক ঘটনা সংবাদটি শোনার সাথে সাথেই আমি ছুটে এসেছি ক্ষতিগ্রস্ত পরিবারটির খোজ খবর নিতে। বিষয়টি আমি প্রাণি সম্পদ দপ্তরকেও অবহিত করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে সহায়তা পায় এবং আর কোন ক্ষতির সম্মুখিন না হয় তার জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা গ্রহন করবো।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর