Hits: 16
গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এক বৃদ্ধের বিরুদ্ধে। বল্লমঝাড় ইউনিয়নের উত্তর নারায়নপুর গ্রামের প্রথম শ্রেণির ওই ছাত্রী (৭)কে প্রথমে গত ২৭ আগস্ট এবং গত ১ সেপ্টেম্বর পুনরায় ধর্ষণের চেষ্টা করে সাহাপাড়া ইউনিয়নের মিরপুরের মৃত করিম বকসের ছেলে আব্দুল মজিদ (৬৫)। তারা পরস্পর গ্রাম সম্পর্কে দাদা-নাতনী। এব্যাপারে ওই শিশুর নানা খয়বর আলী বাদি হয়ে সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। কিন্তু ২৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খয়বর আলী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পিতৃহীন তার নাতনী সাহাপাড়ার নয়ানী সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মা’ও ঢাকায় থাকে। তাকে বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে দু’দিন ধর্ষণের চেষ্টা করে আব্দুল মজিদ। থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার না করায় বাদির পরিবারকে মজিদ ও তার লোকজন নানাভাবে হুমকী অব্যাহত রেখেছে। এতে বাদির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামা শাহীন মিয়া ও মোর্শেদুল ইসলাম, দাদি মোছা. সুফিয়া, মামি কাজল রেখা।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনিছুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।