Hits: 21
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩-এর আওতায় গাইবান্ধা জেলা সদরের সাথে ফুলছড়ি উপজেলা সদর কালির বাজারের সংযোগ রক্ষাকারি ফলিয়া এলাকায় একটি সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি আজ সকালে অনুষ্ঠানিক ভাবে এই নির্মান কাজের ভিত্তি স্থাপন করেন।
এলজিইডি’র তত্বাবধায়নে ২২মি: দীর্ঘ এই সেতুটির নির্মানে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন কালে হুইপ মাহবুব আরা বেগম গিনি বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের জীবন-জীবিকারমান বহুগুণ বেড়েছে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন শুধু শহরের উন্নয়ন নয় গ্রামেও শহরের সকল সুযোগ সুবিধা পৌছে দেওয়া হবে। আজ জনগণ সেই সুযোগ সুবিধা ভোগ করছেন।
সেতুটির ভিত্তি স্থাপন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবীর, সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভার:) আবেদুর রহমান স্বপন সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।