Hits: 24
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পযন্ত রাস্তার সংস্কার কাজের ধীরগতির প্রতিবাদে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ওই রাস্তায় পদযাত্রা করে জাগ্রত যুবসমাজের ব্যানারে এলাকাবাসি।
স্থানীয়রা জানান, এক বছর আগে ৪ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তাটি নির্মাণের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে রাস্তাটি খোড়া খুড়ি করে ইটের খোয়া ফেলে রেখে দেয় তারা। এরপর ওই রাস্তা দিয়ে যাতায়াতে মানুষকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দীর্ঘদিনেও ওই কাজ সম্পন্ন না হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে থাকা কাদা-পানিতে পিছলে গিয়ে শিক্ষার্থীদের জামা কাপড় নষ্ট হচ্ছে।
পদযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জাগ্রত যুবসমাজের আহব্বাহক ময়নুল ইসলাম, মিজানুর রহমান, রনি আহম্মেদ, রাজু মিয়া, চঞ্চল, আব্দুল রাজ্জাকসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান সেই সাথে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে লক্ষ্মীপুরে ধর্মঘট করার ঘোষণা দেন।