Hits: 26
‘উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে গিদারী ইউনিয়নের কালিরবাজার মানস খালের উপর ৪৫ মিটার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবীর, সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, গিদারী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ইদু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এসময় তিনি বলেন, সরকার তৃণমুল পর্যায়ে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করায় মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালিন সময়ে উন্নয়ন কাজ থেমে নেই। যার ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এলজিইডির অধীনে মানস খালের উপরে সেতুটি নির্মাণ হওয়ার ফলে গিদারী ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার সাথে উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ সহজতর হবে।