Hits: 11
তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নের ১১০ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বাই সাইকেল সরবরাহকারী ঠিকাদারসহ রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো ১১০ টি বাইসাইকেল উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের মাঝে বিতরণ করা হয়।