Hits: 13
মহান শিক্ষা দিবস উপলক্ষে রোববার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার পরিচালনায় এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা, জেলা স্কুল বিষয়ক সম্পাদক মাছুদা আক্তার, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
বক্তারা বলেন, করোনাকালিন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, মেস ভাড়া-বাড়ি ভাড়া মওকুফ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানান। এছাড়া সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত, রোডম্যাপ ঘোষণা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিশ্চিত করে দ্রুত পরীক্ষা নেওয়া, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।
বক্তারা আরও বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের চক্রান্ত বন্ধ, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণ, গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।