Hits: 21
মহান শিক্ষা দিবস স্মরণে গাইবান্ধায় ছাত্র গণজমায়েত ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গাইবান্ধা জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা পাবালিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। সেতু বলেন, ৬২তে আইয়ুবের শিক্ষা কমিশনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছাত্ররা। সেজন্য অনেককে জীবন দিতে হয়েছিল। সেদিন শিক্ষার অধিকারের জন্য ছাত্রদের জীবন দিতে হয়েছিল। দুঃখজনক হলেও সত্য আজকে স্বাধীনতার ৫০বছর পরেও শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয় নাই। শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য আজও আমাদের সংগ্রাম করতে হচ্ছে।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর ও জাতীয় পরিষদ সদস্য প্রীতম ফকির, জেলা সংসদের নেতা রিয়াজ এলাহী রাজন, আতিকুর রহমান, পলাশবাড়ী উপজেলা সংসদের আহবায়ক মনোয়ার হোসেন লাহুল, গাইবান্ধা সরকারি কলেজ সংসদের জুয়েল মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবীব।
বক্তরা বলেন, করোনাকালে দীর্ঘ দেড়বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তারপরেও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ফি নেয়া হচ্ছে যা রীতিমত অমানবিক। তারা করোনাকালীন সকল প্রকার ছাত্র বেতন ফি মওকুফ করার দাবি করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের করোনা টীকা দেয়ার দাবি জানান। এর আগে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর