গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ উপলক্ষ্যে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শনিবার নবনী বরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন সজ্জিতসহ শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের পূর্বেই শিক্ষার্থীদের তাপ নিয়ন্ত্রক যন্ত্রদিয়ে তাদের শরীরের তাপমাত্রা মেপে স্কুল প্রাঙ্গনে প্রবেশের ব্যবস্থা করা হয়।
এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ওয়াশিউল হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাজেদুল হাসান প্লাবন, সুপ্রিয়া দেব, শফিকুর রহমান শফিক প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াশিউল হাবীব বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা ভিন্ন রূপে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণের ব্যবস্থা করেছি। এতে শিক্ষার্থীদের মন প্রফুল্ল থাকবে। যেহেতু করোনা মহামারি এজন্য আমরা বিদ্যালয় প্রাঙ্গনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। এছাড়া কোন শিক্ষার্থী যাতে মাস্ক ছাড়া স্কুলে প্রবেশ না করে এজন্য মাস্কের ব্যবস্থাও করা হয়েছে।