Hits: 4
মানসম্মত ও উন্নতমানের কিনা তা যাচাই করতে নিজেই বাইসাইকেল চালিয়ে নিজ কার্যালয়ের সামনে পরীক্ষা করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সাইকেল চালানোর পর গুনগতমান ভালো হওয়ায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩০ জন গ্রামপুলিশের প্রত্যেককে একটি করে বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখসানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম প্রমুখ।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, এই বাইসাইকেল পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার ৮১টি ইউনিয়নের ৮১০জন গ্রামপুলিশকে একটি করে বাইসাইকেল, পোষাক, জুতা-মোজা ও একটি করে টর্চলাইট দেওয়া হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫ লাখ টাকা।