Hits: 19
দেশের অন্যান্য স্থানের মত প্রায় ১৮ মাস পর রোববার গাইবান্ধায় স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।
গত কয়েকদিন ধরেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ তৈরির লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজ করা হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রথম দিনে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিফর্ম পড়ে, কাঁধে বই-খাতার ব্যাগ ঝুলিয়ে শিক্ষার্থীরা ফিরেছে তাদের প্রিয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন।
স্কুল ও কলেজে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষকেরা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ১৯ দফা নির্দেশনা দেয়া হয়েছিল তার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। স্কুল-কলেজ খুললেও সব শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে স্কুল ও কলেজে এসেছে।
সকল শিক্ষার্থী মাস্ক পড়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুল ও কলেজে এসেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাপমাত্রা মাপার যন্ত্র ও হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী এবং জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন।