Hits: 23
গাইবান্ধার সাদুল্লাপুরে দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজনেস বাংলাদেশ পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ আবু হাসানুল হুদা রাশেদ এর সঞ্চালনায় সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালে পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি শাহজাহান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, আমাদের সময় পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি জালাল উদ্দিন প্রামাণিক, জয় ভিশন পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি লুৎফর রহমান, এশিয়ান টিভির সাবেক জেলা প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর