Hits: 35
স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার উদ্যোগে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে সংগঠনটির ৩০ জন স্বেচ্ছাসেবক।
প্রথমে সংগঠনটির চীফ কো-অর্ডিনেটর মো. রাজীব সরকার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর স্বেচ্ছাসেবকরা কয়েকটি দলে ভাগ হয়ে কলেজ ক্যাম্পাসের রাস্তার দুইপাশ, খেলার মাঠ, পত্রিকা ফলকের সামনে, ভবনগুলোর প্রবেশমুখ, মসজিদের সামনে, শহীদ মিনার চত্বর, পুকুরপাড়সহ অন্যান্য স্থান পরিস্কার-পরিচ্ছন্ন করে। জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মো. মেহেদী হাসান ও এনটি স্মরণের নেতৃত্বে এতে অংশ নেন পান্না ভট্টাচার্য, রিয়ামনি, শারমিন খাতুন, কারিমুন আক্তার, সামিউল ইসলাম, মেহেদী হাসান অন্তর, তানান হাসান, রাইয়ান রিফাত, এরশাদ হোসাইন, নাহিদ হাসান, কেয়া রানী, ইরা, জুয়েল সরকার, তারভীর আহমেদ, মুন্তাকির রহমান, মিমজু আক্তার, শর্মিলা নদী, লিমা দেব ও সাজিয়া আজম প্রমুখ।
এ বিষয়ে মো. মেহেদী হাসান বলেন, আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি কলেজ ক্যাম্পাস প্রায়ই অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকে। ডাস্টবিন থাকার পরও অসচেতনতার কারণে শিক্ষার্থীসহ পথচারীরা যেখানে সেখানে কাগজ, পলিথিন, খাবার প্যাকেট, বাদামের খোসা ফেলে দেন। এতে করে বিভিন্নস্থানে ময়লা-আবর্জনা স্তুপ হয়ে থাকে। যা পরিবেশগত ও স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর। আর তাই সকলকে সচেতন হতে হবে ও নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।