Hits: 6
গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সমূহের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চেক জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভার:) আবেদুর রহমান স্বপন প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন মহিলা সংগঠনের সভানেত্রী ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি জেলার ৩২টি নারী সংগঠনের মাঝে ৯ লাখ ৯০ হাজার এবং দুটি নারী সংগঠনকে বিশেষ অনুদান হিসেবে ১ লাখ টাকার চেক বিতরণ করেন।