Hits: 6
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কর্মসংস্থান ও কল্যাণ সংস্থার উদ্যোগে গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপন করা হয়।
বৃহস্পতিবার কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গণ প্রহরীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসকে এম মজিদ মুকুল।
বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহানের সভাপতিত্বে বৃক্ষ রোপন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পুন:বাসন কর্মসংস্থান ও কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।
পরে কলেজ কমপাউন্ডে ১০০ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।