Hits: 3
গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা আগামী ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের তাৎক্ষনিক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে সভায় আলোচনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারঃ) আবেদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, সাধারণ সদস্য আফতাব হোসেন, রেজাউল হক মিতা, ফজলে রাব্বি মন্ডল প্রমুখ।
স্মরণসভায় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।